-->

Thursday, July 27, 2017

Bisnakandi - Pangthumai - Sreemangal Tour Experience & Guideline | VLOG 4

এই বর্ষায় খুব কম খরচে ঘুরে আসুন সিলেট এবং শ্রীমঙ্গল।


এই বর্ষায় সিলেট ভ্রমনের মজাই একটু আলাদা। বর্ষাকালেই সিলেটের আসল রূপ দেখতা পাওয়া যায়। চা বাগান, পাহাড়, জাফলং, বিছনাকান্দি, স্পেশালি শ্রীমঙ্গল সব গুলার ই এক ভিন্ন রূপ দেখতে মিলে এই বর্ষায়।

আর তাই আমারা কয়েক জন বন্ধুরা মিলে চলে গেলাম এই বর্ষাকালের ফায়দা উঠাতে সিলেট এবং শ্রীমঙ্গল। তাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম।

আমি সম্পূর্ণ ট্যুরের একটা ভিডিও বানিয়েছি চাইলে ভিডিও টা দেখতে পারেন, ভিডিওতে সব বিস্তারিত দেখানো এবং বলা আছে- 


প্রথমে রাতে ঢাকা থেকে সিলেট এর জন্য বাসে/ট্রেনে উঠে ছিলে যাবেন সিলেট। সেখান থেকে সকালের নাস্তা পাঁচভাই রেস্টুরেন্টে সেরে চলে যাবেন হোটেল এর জন্য আম্বরখানা, মাজার এরিয়া, লামাবাজার, সোবহানীঘাট এর যে কোনো জায়গায় থেকে আপনি হোটেল পেয়ে যাবেন। এসব জায়গায় যাওয়ার জন্য সিএনজি ব্যবহার করতে পারেন। এর পর চলে যাবেন আবুলমাল কমপ্লেক্স (হোটেল রোজ ভিউ এর কাছে) সেখান থেকে আপনি মাইক্রোবাস ভাড়া করতে পারবেন। এছাড়া মানুষ কম হলে আপনার চলে যাবেন আম্বরখানা সেখান থেকে সিএনজি করে চলে যেতে পারেন হাদারপার বাজারে। সেই বাজার থেকে ট্রলার ভাড়া করে চলে যাবেন বিছনাকান্দি এবং পাংথুমাই।
এই হলো প্রথমদিনের ভ্রমণ শেষ।
এর পরদিন সকালে নাস্তা সেরে চলে যাবেন কদমতলী বাস স্টপ সেখান থেকে বাসে করে চলে যাবেন শ্রীমঙ্গল বাজার।
বাজার থেকে অটো অথবা সিএনজি পেয়ে যাবেন যা আপনাকে শ্রীমঙ্গলের কিছু এলাকা ঘুরিয়ে দেখাবে। তো সেদিনের মধ্যে ঘুরা শেষ করে রাতের বাসে করে চলে আসবেন ঢাকা। এই হলো ২ দিনের সংক্ষিপ্ত সিলেট শ্রীমঙ্গল ট্যুর।



Photo: Google

খরচ-
ঢাকা-সিলেট বাস/ট্রেন - ৪৭০/৩২০(শোভন চেয়ার)
মাইক্রোবাস-৩০০০-৩৫০০ টাকা
সিএনজি ভাড়া - ১০০-১৫০ (সঠিক জানা নাই)
ট্রলার ভাড়া-
হাদারপার বাজার থেকে- ১০০০-১৫০০ টাকা
রাতারগুল থেকে - ৩০০০-৪০০০ টাকা
সিলেট শহরে ঘুরার জন্য সিএনজি আর রিকশা ভাড়া দামাদামি করে নিবেন।
হোটেল ভাড়া হোটেল বেঁধে -৫০০-৫০০০ টাকা
আমরা ছিলাম সোবহানীঘাট এর হোটেল ইস্টার্ন গেট এ যার ,
ট্রিপল বেড নন এসি - ৭০০
ডাবল বেড নন এসি - ৬৫০
ডাবল বেড এসি - ১৫০০ (বেশ বড় রুম)
আমরা অনেক জন যাওয়ার সব গুলাতে থাকা হইসে :p
সিলেট থেকে শ্রীমঙ্গলের বাস ভাড়া - ১২০ টাকা
শ্রীমঙ্গল ঘুরার জন্য সিএনজি ভাড়া - ৪০০-৭০০ টাকা (দামাদামি করবেন)
শ্রীমঙ্গল থেকে ঢাকা বাস ভাড়া - ৩৮০ টাকা
খাবার প্রতিবেলা - ৫০-১০০ টাকা (আমি পাঁচ ভাই রেস্টুরেন্ট আপনাদের সাজেস্ট করবো)

আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। :D

আমার অন্যান্য সব ট্যুরের ভিডিও লিংক - https://www.youtube.com/playlist?list=PLXPEiQHTz-VF7kzQkbUCNKxEHEYfKAftk

দয়া করে কেউ ক্রেডিট না দিয়ে লেখা কপি করবেন না। লেখা কপি করে শেয়ার করলে অবশ্যই ভিডিও এর লিংক টা ও শেয়ার করে দিবেন লেখার সাথে।
Video link - https://youtu.be/rKEw9sSk7O8
ধন্যবাদ
আতিক :D

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna Veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat.

0 comments:

Post a Comment

Start Work With Me

Contact Us
A Rahman ATIK
+880-1614-298900
Dhaka, Bangladesh

Author Info

Video Of Day